দৃষ্টি নিউজ:
‘জাগো বিবেক, জাগো মানবতা’ স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী’র টাঙ্গাইল জেলা সংসদের চতুর্দশ সম্মেলন শনিবার(২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পী গোষ্ঠী টাঙ্গাইল জেলা সংসদের সভাপতি কমরেড অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, কোষাধ্যক্ষ কমরেড বিমল মজুমদার, টাঙ্গাইল জেলা সংসদের উপদেষ্টা কমরেড অধ্যাপক নাজির হোসেন, ডা. বিকে সাহা, ডা. হরিমোহন সরকার।
উদীচী টাঙ্গাইল জেলা সংসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক দেবাশীষ দেব, কাশীনাথ মজুমদার পিংকু প্রমুখ।
পরে অধ্যাপক দেবাশীষ দেবকে সভাপতি ও মোস্তাক আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে উদীচী-টাঙ্গাইল জেলা সংসদের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির শপথ গ্রহনের মধ্য দিয়ে চতুর্দশ জেলা সম্মেলন সম্পন্ন করা হয়।