দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নান্দুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৩২) শনিবার(১ অক্টোবর) রাতে স্ত্রীর সাথে অভিমান করে আত্নহত্যা করেছে।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে শফিকুল ও তার স্ত্রীর মধ্যে কলহ চলছিল। শনিবার দিনগত রাতে শফিকুল সবার অজান্তে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে রোববার(২ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।
দেলদুয়ার থানার অফিসার ইনচাজ(ওসি) মোশাররফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পারিবারিক কলহের জের ধরে শফিকুল আত্নহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।