আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:১৬

দেলদুয়ারে দুইটি স্কুলের নয়া ভবন উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ারে দুইটি স্কুলের নবনির্মিত দুইটি ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সোমবার(৬ নভেম্বর) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের ভুরভুরিয়া মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ও ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবনের উদ্বোধন করেন তিনি। পরে বিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।


মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. রাশেদ আলী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাম মুকুল, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্তি দে।


প্রধান অতিথির বক্তব্যে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তারই ধারাবাহিকতায় দেলদুয়ার-নাগরপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে।


তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। তিনি উপস্থিত সহস্রাধিক অভিভাবক সহ সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থণা করেন।


উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় দুই কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ভুরভুরিয়া মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা ভবন ও এলজিইডি’র আওতায় এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ভুরভুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই তলা ভবন নির্মাণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno