দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজ হওয়ার দু’দিন পর রোববার (৪ ডিসেম্বর) সকালে কল্পনা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার গোয়ারিয়া গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, শুক্রবার (২ ডিসেম্বর) দুপুর থেকে কল্পনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকালে স্থানীয়রা একই গ্রামে তার নানার বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।