দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শামছুল আলমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বেতবাড়ী গ্রামে শুক্রবার(১১ ডিসেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় আহত যুবলীগ নেতার স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন শেষে যুকলীগ নেতা শামছুল আলম বাড়ি ফিরছিলেন। বেতবাড়ী গ্রামে মোতালেব মিয়ার বাড়ির সামনে পৌঁছলে ৭-৮ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়।
এ সময় তারা দা, চাইনিজ কুড়াল ও হকিস্টিক দিয়ে শামছুল আলমকে কুপিয়ে-পিটিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয় দুই ভ্যানচালক তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় শামছুল আলমের মাথায় ও পিঠে ক্ষতের সৃষ্টি হয়েছে।
দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় যুবলীগের নেতা শামছুল আলমের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতেই দেলদুয়ার থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।