দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের কলেজের পেছনে কচুরিপানার নিচ থেকে সোমবার(২১ নভেম্বর) শাকিল মিয়া(১৫) নামে এক স্কুলছাত্রের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেলদুয়ার থানার ওসি নাছির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিল মিয়া দেলদুয়ার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বুদ্দু সিকদারের ছেলে ও স্থানীয় বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, শাকিল মিয়া অটোভ্যান চালিয়ে নিজের লেখাপড়ার খরচ চালাতেন। রোববার দুপুরে তিনি অটোভ্যান চালাতে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরেনি।
সোমবার শাকিলের মস্তক বিহীন মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা তাকে খুন করে আক্রোশবসত: মস্তক ধর থেকে বিচ্ছন্ন করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে।