দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের জানমাহমুদাবাদ গ্রামে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে স্ত্রী রিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে স্বামী বিল্লাল হোসেন বাড়ির পাশে একটি গাছে ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন জানান, জানমাহমুদাবাদ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বিল্লাল হোসেন পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে তার স্ত্রী রিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বুধবার বিকালে বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। বিল্লাল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।