আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১:০৬
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

দেশের দৃশ্যমান উন্নয়ন বিএনপি’র চোখে পড়েনা :: তথ্য প্রতিমন্ত্রী

নাগরপুর সংবাদদাতা:


তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন সকলের কাছে দৃশ্যমান হলেও বিএনপি’র চোখে পড়েনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের স্বর্ণশিখরে অবস্থান করছে। শুক্রবার(১ জুন) দিনব্যাপী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর, নাগরপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি নাগরপুর উপজেলা সদর বাজারে গণসংযোগকালে উপস্থিত জনসাধারণকে উদ্দেশ করে বলেন, আগামিতে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। কারণ একমাত্র শেখ হাসিনার হাত ধরেই দেশের অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি মায়ের মত ভালবেসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি আগামি নির্বাচনে টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে দলীয় মনোনয়ন চাইব। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি আপনাদের কল্যাণে আপনাদের পাশে দাঁড়াতে পারি তবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি এই আসনের নির্বাচিত প্রতিনিধি না হয়েও দীর্ঘ ১০ বছর যাবত আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কিরন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল-মামুন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়