স্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার ২২ বর্ষে পদার্পন উপলক্ষে বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
র্যালিটি টাঙ্গাইল প্রেসকাব থেকে শুরু হয়ে বাদ্যযন্ত্রসহ নানা স্লোগানে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। প্রেসক্লাবের সভাপতি ও পত্রিকাটির সম্পাদক জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম প্রমুখ। পরে কেক কেটে দৈনিক মজলুমের কণ্ঠ’র ২২ বছরে পদার্পনে শুভ কামনা জানানো হয়।
[vsw id=”aViJjCJLTiw” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]