প্রথম পাতা / টপ সংবাদ /
হাসিনা শুধু দেশের নয় বিশ্বের বিস্ময়…….সখীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
By দৃষ্টি টিভি on ২৮ জানুয়ারী, ২০১৭ ৮:০২ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শুধু এগিয়েই যাচ্ছে। শেখ হাসিনা এখন শুধু দেশের নয়, বিশ্বের বিস্ময়। শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুরের সৃষ্টি সংঘ মাঠে ‘শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ’ আয়োজিত স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে ২৬ জানুয়ারি রাজধানীর শাহবাগে রামপালবিরোধী হরতাল কর্মসূচিতে দুই সংবাদকর্মীকে পুলিশের মারধর করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার পুলিশ-সাংবাদিকের অপ্রীতিকর ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। যাচাই-বাছাই করে যারা ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা মনে করি, সাংবাদিকদের সঙ্গে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সাংবাদিকদের সঙ্গে পুলিশেরও সুসম্পর্ক রয়েছে। কিন্তু শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবের আগে আমি অপ্রস্তুত ছিলাম, ঘটনাটি তাৎক্ষণিক আমার জানা ছিল না। এরপর ওই ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি। ইতোমধ্যে যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’ প্রসঙ্গত, এই ঘটনার বিষয়ে শুক্রবার মৌলভীবাজারের শমসেরনগরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়, এইটা স্বাভাবিক।’
২৬ জানুয়ারি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রতিবেদক কাজী এহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিম। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত মানববন্ধনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার হোসেন, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনি), সখীপুর থানার ওসি মাকছুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
নাগরপুর চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন
-
ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট বেনজীর আহমেদ টিটো
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য আনোয়ারুল আজিম
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ