দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ হিটলার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তাকে আটক করা হয়। হিটলার উপজেলার মুর্শিদী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের এএসপি মাসুদুর রহমানের নেতৃত্বে হিটলারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার ঘরে ১ হাজার ৭০০ পিস ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।