আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:৫২

ধনবাড়ীতে তিন মাদকসেবীর কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:

05টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে এক বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ অক্টোবর) দুপুরে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার মুশুদ্দির দক্ষিণ ঝুপনা গ্রামের পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম খোকন (৪৫), একই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৫) ও মৌলভী পাড়ার তারা মিয়ার ছেলে দুলাল মিয়া (২১)।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মজিবর রহমান জানান, শুক্রবার (২১ অক্টোবর) রাতে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno