দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ধনবাড়ীতে তিন সহস্রাধিক রোগীকে নাক, কান ও গলা বিষয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি’র পৃষ্টপোষকতায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ।
জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের প্রফেসর ডা. রাজিবুল হক রাজিবের নেতৃত্বে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ট হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসক এ সেবা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধনবাড়ীর পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ইএনটি বিশেষজ্ঞ ডা. রাজিবুল হক রাজিব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফ আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন, প্রেসকাবের সম্পাদক আনছার আলী প্রমুখ।