আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১২:৫৩
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

ধনবাড়ীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

dristy-17
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভবনটির উদ্বোধন করেন সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব (কল্যাণ) আসাদুজ্জামান আরজু, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আনোয়ার হোসেন কালু প্রমুখ।
প্রকাশ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ ১২ হাজার ৬৬৫ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট নবনির্মিত কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ ২০১৫ সালের ১৬ মার্চ শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন শেষ হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে নির্মিত এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিক কাজে এবং ৩য় তলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিস কাম মিলনায়তন হিসেবে ব্যবহৃত হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়