আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:২৪

ধনবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান মহর উদ্দিন আর নেই

 

দৃষ্টি নিউজ:

dristy-d-13টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ধনবাড়ী কলেজের সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ মহর উদ্দিন রোববার (১২ফেব্রুয়ারি) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরের আমবাগান এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ যোহর ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম এবং তাঁর গ্রামের বাড়ি ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামে দ্বিতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়।

বিএনপি নেতা ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ মহর উদ্দিনের মৃত্যুতে জেলা ভাইস চেয়ারম্যান সতিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা সহ গন্যমান্য ব্যক্তিরা শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno