দৃষ্টি নিউজ:
পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে টাঙ্গাইলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বুধবার(১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত যানবাহন সঙ্কটে বাসস্ট্যান্ডে বসে থাকতে দেখা গেছে। পরীক্ষার্থীরা পায়ে হেটে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করে।
ধর্মঘটের সমর্থনে কালিহাতী, হামিদপুর, এলেঙ্গা বাসস্ট্যান্ডে শ্রমিকরা টায়ার জ্বালিয়ে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক, টাঙ্গাইল-জামালপুর, টাঙ্গাইল-শেরপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে কালিহাতী বাসস্ট্যান্ডে সড়কের উপর স্থানীয় যুবকদের ক্রিকেট খেলতে দেখা যায়।
দুপুর সাড়ে ১২ টার দিকে কালিহাতীর কামার্থীর আশুতোষ পরিবার যানবাহন না পেয়ে গোপালপুরে নানীর শ্রাদ্ধানুষ্ঠানে পায়ে হেটে রওনা হন। টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস-কোচ ছেড়ে যেতে দেখা যায়নি।
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু জানান, দাবির বিষয়ে উর্ধতন পর্যায়ে আলোচনা চলছে, যে কোন সময় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতে পারে।