আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৫:২৭
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

নকল সরবরাহের দায়ে ৬ শিক্ষক বহিস্কার

দৃষ্টি নিউজ:

dristy-pic-19
টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলে নকল সরবরাহ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। উপজেলার সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার(২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বহিস্কৃত শিক্ষকরা হচ্ছেন, চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোলায়মান মিয়া, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ, সুজনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফা খাতুন, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুন্নাহার ও জাকিয়া খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বাংলা পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে দায়িত্ব পালনকালে এ ৬ শিক্ষক বহিরাগতদের নকল সরবরাহে সহযোগিতা করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষার হলে উপস্থিত হয়ে তাদের হাতে নাতে ধরে ফেলেন এবং ৬ শিক্ষককেই বহিস্কার করার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়