প্রথম পাতা / টপ সংবাদ /
নগ্নতাকে নেতিবাচক মনে করেন না রাধিকা
By দৃষ্টি টিভি on ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ৩:২৯ অপরাহ্ন / no comments
দৃষ্টি ডেস্ক:
কিছুদিন আগেই ‘পার্চড’ ছবির যৌনদৃশ্য ফাঁস হওয়া নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্টেকে। এবার সেই ছবির ট্রেইলার মুক্তি পাওয়ার পর আবারও কথা উঠেছে নানা মহলে। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন রাধিকা নিজেই। জানালেন, যৌনদৃশ্যে অভিনয় নিয়ে কোনো লজ্জা বা দ্বিধা নেই তার।
রাধিকা বলেছেন, ‘যৌনদৃশ্য অভিনয় বা নগ্ন হওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ছবিটি করার আগ থেকেই আমি জানতাম আমাকে নগ্ন হতে হবে এবং এরকম স্পর্শকাতর একটি দৃশ্যে অভিনয় করতে হবে।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই বিশ্বের নাম করা পরিচালকদের সিনেমা দেখে বড় হয়েছি আমি। সে সব দেশের অভিনেত্রীরা চরিত্রের প্রয়োজনের যে কোনো দৃশ্যেই অভিনয় করতে প্রস্তুত। তবে আমরা কেন তা পারবো না? আমি আমার সেরা কাজটুকুই দিতে চেষ্টা করেছি।’
ছবিতে রাধিকার শরীর প্রদর্শন কি একটু বেশিই হয়ে গেছে, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘মোটেই না, আমি একজন অভিনেত্রী। অভিনয়ের প্রয়োজনে আমি যে কোনো দৃশ্যেই অভিনয় করতে পারি। আমার সাজ-পোষাক, অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গির মতো শরীরও আমার অভিনয় প্রকাশের একটি মাধ্যম। আমি আমার শরীর দিয়েও অনেক কথা বলতে পারি, অনেক কিছু ফুটিয়ে তুলতে পারি। আমি নগ্নতাকে কখনোই নেতিবাচক মনে করি না।’
ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী রাধিকা বলেন, ‘আমি যৌনদৃশ্যে অভিনয় করলাম কি না অথবা কে কতটুকু নগ্ন হলো এগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছবিটি কেমন হলো, সেটি। আমরা সবাই আমাদের সেরা কাজটুকু দেওয়ার চেষ্টা করেছি। এখন অপেক্ষা করছি কবে এটি মুক্তি পাবে। ছবিটি সবা্র ভালো লাগলেই আমি বেশি খুশি হবো।’
অজয় দেবগন-এর প্রযোজনায় ও লিনা যাদবের পরিচালনায় ‘পার্চড’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ সেপ্টেম্বের। এতে রাধিকা আপ্টে ও আদিল হুসেইন ছাড়াও অভিনয় করেছেন সুরভিন চাওলা, তানিষ্ঠা চ্যাটার্জি, লেহার খান, সায়ানি গুপ্তাসহ আরো অনেকে। গ্রামীণ তিন নারীর প্রথা ভেঙ্গে বেড়িয়ে পড়ার গল্প নিয়েই আবর্তিত হয়েছে এ ছবির কাহিনী ।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
গণপিটুনির বিষয়ে সংবিধান ও আইনে কী বলা আছে?
-
দেশের চাঁদাবাজদের সমূলে ধ্বংস করা হবে :: শাকিল উজ্জামান
-
এলেঙ্গায় ভ্যানচালক জিহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন
-
ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
-
নাগরপুর চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন
-
ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট বেনজীর আহমেদ টিটো
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য আনোয়ারুল আজিম