আজ- ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৩:৫৫

নদী-খাল-জলাশয় পুনরুদ্ধারে মানববন্ধন ও লিফলেট বিতরণ

 

দৃষ্টি নিউজ:

dristy-2
টাঙ্গাইলে লৌহজং নদী, খাল ও জলাশয় পুনরুদ্ধারে জনসচেতনতার অংশ হিসেবে রোববার(২ অক্টোবর) বিকালে টাঙ্গাইল বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন ও  লিফলেট বিতরন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ওই কর্মসূচিতে জেলা বাসেকোচ মালিক-শ্রমিক সমিতি একাত্নতা প্রকাশ করে।
এ সময় লিফলেট বিতরনে নেতৃত্ব দেন টাঙ্গাইলের জনবান্ধব জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল বাস কোচ মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, কার্যকরী সভাপতি খ. নাজিম উদ্দিন আহমেদ, মানবাধিকার কর্মী রাশেদ খান মেনন রাসেল, সাংবাদিক রতন সিদ্দিকী প্রমুখ। এছাড়া, লৌহজং নদী, খাল ও জলাশয় উদ্ধারে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, শিক্ষক, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা একাত্নতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno