দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চর ডাংগা নামক স্থানে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে অটোরিকশা চাপায় মিরাজ মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মিরাজ উপজেলার ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মিরাজ বাড়ির সামনে পাকা রাস্তায় খেলা করছিল। এসময় একটি অটোরিকশার নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।