আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৩৫
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

নাগরপুরে আচার খেয়ে ৩০ শিার্থী অসুস্থ

দৃষ্টি নিউজ:

dristy-tv-12
টাঙ্গাইলের নাগরপুরে ফেরিওয়ালার আচার খেয়ে অন্তত ৩০ জন শিশু শিার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে অসুস্থ অবস্থায় ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুরে উপজেলার ৬৫ নং মামুদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
চিকিৎসাধীন শিার্থীরা হচ্ছে, পঞ্চম শ্রেণির ছাত্র আবির হোসেন (১১), লিখন দাস (১১), সিয়াম (১০) তৃতীয় শ্রেণির ছাত্রী বিথি আক্তার (১০), মিম আক্তার (৯) ও শামিম মিয়া (১০)। ঘটনার পর থেকে আচার বিক্রেতা পলাতক রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক মো. আব্দুল জলিল জানান, মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে মো. মাইনুদ্দিন নামের আচার বিক্রেতার কাছ থেকে ৩০-৩৫ জন শিার্থী  আচার কিনে খায়। এর ঘণ্টা দুয়েক পর শিার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
এ সময় অসুস্থ শিার্থীরা বমি করতে থাকে। সেই সঙ্গে পেটে প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে। এ ঘটনায় শিক ও শির্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নওশিন জাহান জানান, চিকিৎসাধীন ওই ৬ শিার্থীর বেশ উন্নতি হয়েছে। তবে, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়