দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী স্বপ্না বেগম (২৫) নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার মেয়ে আফিয়া আক্তার (৭) ও শাশুড়ি আছিয়া বেগম (৪৫)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় নাগরপুর-শাহজানী সড়কের নরদহি মোল্লা পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, উপজেলার আগ আকুটিয়া গ্রামের মো. আছাদুল মিয়ার স্ত্রী স্বপ্না, মেয়ে আফিয়া ও মা আছিয়া ব্যাটারি চালিত অটোরিকশায় করে নাগরপুর যাচ্ছিলেন। পথে ওই বিদ্যালয়ের কাছে এলে বিপরীত দিক থেকে আসা পাওয়ার টিলারের (ট্রাক্টর) সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার শাশুড়ি ও মেয়ে। এ অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।