দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুরে এক পাষান্ড বাবা তিন মাসের শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যা করেছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগদিঘুলিয়া গ্রামের সোহেল রানা (২৮) সকালে তার তিন মাসের মেয়েকে বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পালিয়ে যান। সন্ধ্যায় ডোবার পানিতে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে প্রতিবেশী ও স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
ভাড়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আব্দুস সাত্তার জানান, সোহেল রানা একজন মানসিক রোগী। কিছুদিন আগে তাকে জামালপুর থেকে চিকিৎসা করিয়ে বাড়ি আনা হয়।
নাগরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, ঘটনার পর থেকে ঘাতক সোহেল রানা পলাতক রয়েছেন।