আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১২:৫৬
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

নাগরপুরে মাদ্রাসায় হাত-পা বেঁধে শিশু নির্যাতনের অভিযোগ

দৃষ্টি নিউজ:

dristy-pic-74
টাঙ্গাইলের নাগরপুরে আসিফ(৭) নামে এক শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠেছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাশাদহ হাফিজি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আসিফ কাশাদহ গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
আহত শিশু আসিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আসিফ ওই মাদ্রাসায় পড়াশোনা করে।
আহত আসিফ জানায়, রোববার (১৮ ডিসেম্বর) মাদ্রাসা থেকে কাউকে না বলে বাড়ি যাওয়ার অপরাধে সোমবার সকালে মাদ্র্রাসা শিক রাশেদুল ইসলাম তার হাত-পা বেঁধে বেত্রাঘাত করেন। এরপর মাদ্রাসার আরেক শিক ওমর ফারুক দ্বিতীয় দফায় তাকে বেতদিয়ে পিটিয়ে সমস্ত শরীর ত-বিত করেন।
অভিয্ক্তু শিক ওমর ফারুক জানান, আসিফ মাদ্রাসায় নিয়মিত থাকে না। এমনকি কাউকে কোনো কিছু না বলে পালিয়ে যায়। তার দুষ্টুমি ও শ্রেণিকে ফাঁকি দেওয়ার অপরাধে কিছুটা শাসন করা হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহি জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দ্রুত ওই দুই শিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়