আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৩৩

নাগরপুরে শিশু হত্যা মামলায় বাবা গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

05টাঙ্গাইলের নাগরপুরে ৩ মাস ১৩ দিনের শিশু হত্যা মামলার আসামি বাবা সোহেল রানাকে(২৬) বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নাগরপুর উপজেলার আগদিঘুলিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগরপুর থানার এসআই সজল খান গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) ভোরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টাঙ্গােলে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ, ২০১৬ সালের ১০ অক্টোবর নাগরপুর উপজেলার আগদিঘুলিয়া গ্রামের সোহেল রানা তার ৩ মাস ১৩ দিনের শিশু কন্যা সুমাইয়াকে বাড়ির উত্তর পাশে ডোবার পানিতে ফেলে হত্যা করে। পরে নিহত শিশুর মা ইয়াছমিন আক্তার বাদী হয়ে সোহেল রানাকে অভিযুক্ত করে ৩০২ ধারায় নাগরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno