দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সাপের ছোবলে হালিমা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত হালিমা উপজেলার পাঁচতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার(২৬ অক্টোবর) দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল(কামড়) দেয়। এ সময় তার ডাক-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসে। পরে বাড়ির লোকজন কবিরাজ ডেকে আনেন। কবিরাজের চিকিৎসা ব্যর্থ হয়। সে মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।