দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে নাজমুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ- এর ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় অাওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।
কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সখিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী শিকদার।
ফাইনাল খেলায় কচুয়া টিম বনাম কচুয়া থ্রি বাই কিংস অংশ নিয়ে কচুয়া টিম জয়লাভ করে।