আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৩৪

নারান্দিয়া স্কুল অ্যান্ড কলেজের চার তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-fo-71
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের চার তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে শনিবার(১২ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সামাদ, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য দুলাল চন্দ্র আর্য ও পালিমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রোকন উদ্দিন ও নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সন্ধানী লাইফ হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির চীফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিবাবক সদস্য সহ এলাকার সকল শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno