দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নারী নির্যাতন ও বাল্য বিয়ে নিরোধ আইন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার(৪ মার্চ) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সকালে কর্মশালার উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান। বেসরকারি সংস্থা ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঊষা যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। [vsw id=”I2lVcSj9sao” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
কর্মশালায় অংশগ্রহনকারীদের নারী নির্যাতন ও বাল্য বিয়ে নিরোধ আইনের বিষয়ে ধারণা দেন মানবাধিকার নেত্রী ফরিদা ইয়াসমীন।
কর্মশালায় আইনজীবী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।