দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সখীপুরে নাশতার বিল চাওয়ায় মঙ্গলবার(৮ নভেম্বর) সকালে এক তরুণ হোটেল-রেস্তোরাঁর মালিককে পিটিয়ে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তির নাম সন্তোষ চন্দ্র পাল(৫৫)। তিনি সখীপুর পৌরসভার মেয়র সুপার মার্কেটের সন্তোষ মিষ্টিঘরের মালিক। এ ঘটনায় তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু আহমেদের (২৫) বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাজু ওই রেস্তোরাঁয় সকালের নাশতা খান। পরে বিল না দিয়েই ফোনে কথা বলতে বলতে সন্তোষের মুঠোফোনটি হাতে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্তোষ ডাক দিলে রাজু ক্ষিপ্ত হয়ে ওই দোকানের ভেতর ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। বাধা দেওয়ায় রাজু লাঠি দিয়ে সন্তোষকে পিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির বলেন, সন্তোষের ওপরের মাড়ির দুটি দাঁত ভেঙে গেছে ও তাঁর কপালে আঘাত লেগেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাকছুদুল আলম বলেন, রাজু চিহ্নিত মাদকসেবী। মঙ্গলবারের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে।