আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫১

নায়ক রাজ্জাক এখন……

 

দৃষ্টি বিনোদন:

dristy-16
অর্ধশত বছরে অভিনেতা হিসেবে রাজ্জাকের ঝুলিতে রয়েছে ৩০০টির মতো বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র। সর্বশেষ তার পরিচালিত ছবিটির নাম ‘আয়না কাহিনি’, যেটি মুক্তি পায় গতবছর। তবে রূপালি জগতের প্রিয় এই মুখকে এখন আর খুব বেশি দেখা যায় না। মাঝে মাঝে নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মীর ব্যানারের কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেন। এদিকে যদি শরীর সুস্থ থাকে তবে এবার তাকে তারই প্রযোজনা প্রতিষ্ঠানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে।
খবরটি জানিয়েছেন নায়ক রাজের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট। তিনি বলেন, ‘ফরিদুর রেজা সাগরের গল্পের বই ‘চেনা অচেনা মানুষ’ থেকে একটি গল্প নিয়ে চিত্রনাট্য করে ‘চেনা অচেনা মানুষের মুখ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবো। এর চিত্রনাট্য নিয়ে কাজ করছি। বাবা যদি সুস্থ থাকেন তাহলে তাকে নিয়ে এই কাজটি করতে চাই।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno