আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১১:০৮

নিষিদ্ধ পলিথিন সহ ট্রাকের চালক ও হেলপার গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী নামক স্থান থেকে বুধবার(২৬ জানুয়ারি) মধ্য রাতে ৮৫ বস্তা নিষিদ্ধ পলিথিন সহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে গোড়াই হাইওয়ে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- রংপুর জেলার হারাগাছ উপজেলার তপধন গ্রামের বুইদ্দা রায়ের ছেলে ট্রাক চালক মিলন রায়(২৮) ও হেলপার একই উপজেলার জলছত্র গ্রামের মোখলেছুর রহমানের ছেলে শামিম(২৭)।


গোড়াই হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুর্ণী নামকস্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিনের ৮৫টি বস্তাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে যান। উদ্ধারকৃত নিষিদ্ধ পলিথিনের মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা।


তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ পলিথিন বিক্রির জন্য ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে হাইওয়ে থানা পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno