আজ- মঙ্গলবার | ১ জুলাই, ২০২৫
১৭ আষাঢ়, ১৪৩২ | রাত ৩:৪২
১ জুলাই, ২০২৫
১৭ আষাঢ়, ১৪৩২
১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২

পাকিস্তানে ভারতের হামলা নিয়ে কঙ্গনার উচ্ছ্বাস

দৃষ্টি বিনোদন:

ভারতের সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে বুধবার(৭ মে) গভীর রাতে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে টার্গেটেড হামলা চালায়। এই অভিযানের পরপরই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রকাশ্যে দেশের নেতৃত্ব ও সেনাবাহিনীর প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ওরা বলেছিল মোদিকে বলে দিও… আর মোদি দেখিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর জয় হোক।’

 

 

 

 

তিনি সেনাদের সুরক্ষা ও সাফল্যের কামনা করে আরও লেখেন, `যারা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাদের রক্ষা করেন। ভারতীয় সেনার জয় হোক, শক্তি হোক, সাফল্য হোক।’

 

 

 

 

 

ঘটনার পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঠিক দুই সপ্তাহ পর ভারত মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি লক্ষ্যে আঘাত হানে। প্রায় ২৫ মিনিটব্যাপী চালানো এই অভিযানে ভারতের পক্ষ থেকে ছোড়া হয় অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এতে পাকিস্তানে প্রায় ৭০ জন নিহত হয়।

 

 

 

 

 

 

পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য ভিন্ন দাবি করেছে। তাদের মতে, এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। হামলার পরপরই কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর শুরু হয় ব্যাপক গুলিবিনিময়। এতে ভারত-শাসিত কাশ্মিরে নিহত হয়েছেন অন্তত ১০ জন, আহত ৩০ জনেরও বেশি।

 

 

 

 

 

পাকিস্তান জানিয়েছে, তারা অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জম্মু-কাশ্মীর এলাকায় তিনটি বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে।

 

 

 

 

ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক দিক নিয়ে আলোচনা চললেও, কঙ্গনার মতো জনপ্রিয় তারকারা যখন প্রকাশ্যে এমন অভিযানের প্রতি সমর্থন জানান, তখন তা জনমতকে যথেষ্টভাবে প্রভাবিত করে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়