দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নে সার বিতরণে অনিয়মের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত করছে।
অভিযোগে প্রকাশ, পারখী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সার ডিলার মিনহাজ উদ্দিন সরকার আমজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত। প্রকৃত সার ব্যবসায়ী না হওয়ায় তার দোকানে সার পাওয়া যাচ্ছেনা। তিনি অন্যত্র সার গুদামজাত করে অধিকমূল্যে বিক্রি করছেন। ফলে কৃষকরা সার ক্রয়ে হয়রানির শিকার হচ্ছেন। এ বিষয়ের প্রতিকার ও শিক্ষক মিনহাজ উদ্দিন সরকারের ডিলারশীপ বাতিল করে প্রকৃত সার ব্যবসায়ীকে ডিলার নিয়োগ করার জন্য এলাকাবাসীর পক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্থানীয় মো. সাঈদ আবেদন করেছেন।
কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা এএম শহিদুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুল আমীন তদন্ত করছেন। তিনি এখনও তদন্ত রিপোর্ট দাখিল করেন নি। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।