আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৪২

পিডিএফ নিয়ে ষড়যন্ত্র নয় ॥ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দাবি

 

দৃষ্টি নিউজ:

dristytv-1
টাঙ্গাইল পল্লী দরিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে পিডিবিএফ টাঙ্গাইল জেলা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পিডিবিএফ’র উপ-পরিচালক হোসনে আরা বেগম, সহকারী পরিচালক হুমায়ুন খান ও শফিকুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠান বাংলাদেশের অবহেলিত মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ হাজার কর্মীসহ তাদের পরিবার রুটি-রুজির করছে। বক্তারা এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশে জেলা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno