আজ- ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  রাত ১০:১৪

পুলিশের লাঠিচার্জে বিএনপির কালোপতাকা মিছিল পন্ড

 

দৃষ্টি নিউজ:


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির কালো পতাকা মিছিলের কর্মসূচি পুলিশের লাঠিচার্জে পন্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার(৫ জানুয়ারি) সকাল ৯ টার দিকে শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। নেতা কর্মীরা দৌঁড়ে পালানোর সময় সেখান থেকে একজনকে আটক করে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফার নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা মিছিল করার জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল। পরে নেতাকর্মীদের আটক করতে পুলিশ দলীয় কার্যালয় ও এর আশপাশ ঘিরে ফেলে এবং তল্লাশি চালায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno