আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১১:২২
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

পুলিশ প্রশাসনে রদবদল

দৃষ্টি নিউজ:

vbcপুলিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে রদবদল করা হয়েছে। রোববার(১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে- তিন জন ডিআইজি এবং ৮ জন অতিরিক্ত ডিআইজি রদবদলের কথা উল্লেখ করা হয়েছে। এতে পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে  স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। এছাড়া সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাইনুল হাসানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাঃ আবুল কালাম আজাদকে বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্টেনিং সেন্টার রংপুরের কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) শেখ ওমর ফারুককে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়াকে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি, পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট মো. বখতিয়ার আলমকে পুলিশ ট্টেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, বরিশাল মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সায়েদুর রহমানকে পিবিআই- এর অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়