আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১১

পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-87টাঙ্গাইলের পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার(২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ লক্ষে কতৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ৬ষ্ঠ শ্রেণিতে ৩৬০ জন, ৭ম শ্রেণিতে ৪০ ও ৯ম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর বিপরীতে প্রায় ১৬০০ শিক্ষার্থী আবেদন করেছে।
৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। ৭ম ও ৯ম শ্রেণিতে দুপুর ১ টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত পলক্ষিা চলবে। আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
টাঙ্গাইল জেলায় অন্যতম এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ থাকে প্রায় সকল ছাত্র-ছাত্রীদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আসনের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে।
পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ইতিমধেই ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno