আজ- বুধবার | ২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১ | বিকাল ৪:২৫
২৬ মার্চ, ২০২৫
১২ চৈত্র, ১৪৩১
২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র, ১৪৩১

পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার

দৃষ্টি নিউজ:

dristy-pic-87টাঙ্গাইলের পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার(২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ লক্ষে কতৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার ৬ষ্ঠ শ্রেণিতে ৩৬০ জন, ৭ম শ্রেণিতে ৪০ ও ৯ম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। এর বিপরীতে প্রায় ১৬০০ শিক্ষার্থী আবেদন করেছে।
৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। ৭ম ও ৯ম শ্রেণিতে দুপুর ১ টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত পলক্ষিা চলবে। আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
টাঙ্গাইল জেলায় অন্যতম এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আগ্রহ থাকে প্রায় সকল ছাত্র-ছাত্রীদের। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আসনের চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে।
পুলিশ লাইনস আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, ইতিমধেই ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবাইকে নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার আহবান জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়