দৃষ্টি নিউজ:
ফেসবুক ভিত্তিক সামাজিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় টাঙ্গাইল জেলা’ গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার(৩ ফেব্রুয়ারি) বিকালে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
প্রিয় টাঙ্গাইল জেলা সংগঠনের সভাপতি মিনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপের উপদেষ্টা মু. জোবায়েদ মল্লিক বুলবুল, জে সাহা জয়, কাজী আওলাদুজ্জামান আদর, গ্রুপের সহ-সভাপতি চাঁদ সুলতানা, রাশেদ খান মেনন(রাসেল), শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মহব্বত হোসেন, প্রধান শিক্ষক জাহান আরা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পরে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধান অতিথির জন্মদিন উপলে কেক কাটা হয়। এ সময় জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন কোমলমতী শিার্থীদের মুখে তাঁর জন্মদিনের কেক তুলে দেন। এরপর শিার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপের উপদেষ্টা, কার্যকরি কমিটির সদস্য, অ্যাডমিন, সাধারণ সদস্য, ফেসবুক ভিত্তিক সংগঠন ‘ইব্রাহীম খাঁ’র ভূঞাপুর’- এর সদস্য, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।