আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৬:৩৭

প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে বটতলার ভাই ব্রাদার্স চ্যাম্পিয়ন

 

‌দৃষ্টি নিউজ:

dristy.tv pic-6
টাঙ্গাইলে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে বটতলার ভাই ব্রাদার্স দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার(২৪ মার্চ) বিকালে জেলা পরিষদ মাঠে স্বাধীন বাংলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজিত  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শহরের বটতলার ভাই ব্রাদার্স ও থানা পাড়ার ইয়াং স্টার ক্লাব মুখোমুখি হয়।
ভাই ব্রাদার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ১২.২ বলে সব ক’টি উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। জবাবে ইয়াং স্টার ক্লাব নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেটে ৫৬ রান সংগ্রহ করতে সমর্থ হয়। বটতলার ভাই ব্রাদার্সের হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিক মুরাদ সিদ্দিকী।
জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌদ নোমান ও আমিনুর রহমান আমিন, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে,  যুবনেতা মেহেদী হাসান ইমু, স্বাধীন বাংলা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জুবায়ের ইসলাম জুয়েল প্রমুখ।
টুর্নামেন্ট ১৬টি দল অংশ গ্রহণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno