আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:০০

প্ল্যাস্টিক সার্জারি করেন বলিউডের প্রায় সব নায়ক-নায়িকাই!

 

দৃষ্টি বিনোদন:

dristy-17
প্রায় সবাই জানতে চায়, আজকাল করণ জোহরকে কেন এত তরুণ লাগছে? মুখের আদলেও রয়েছে হালকা পরির্বতন! তাহলে কী করণও অন্যান্য বলিউড নায়ক-নায়িকাদের মতো প্ল্যাস্টিক সার্জারি করেছেন?
করণ জোহর রাখঢাকের মানুষ না, তাই সরাসরি-ই জানালেন, হ্যাঁ, আমি বোটোক্স করিয়েছি!
এই প্রশ্নের শুরু কফি উইথ করণের দ্বিতীয় সিজন থেকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কফি উইথ করণের নতুন সিজনের ট্রেলার। আর ট্রেলারেই করণ ফাঁস করলেন তার বোটোক্স করার কথা।
করণ ভিডিওতে জানালেন, ‘এটা আমি। আমার মুখ। হ্যাঁ, আমি বোটোক্স করিয়েছি। বলিউডে এটা নতুন নয়। প্রায় সব হিরো-হিরোইনরাই একটা সময়ের পর এটা করায়। এতে নতুনত্ব কিছু নেই!’
কফি উইথ করণের নতুন সিজন নিয়ে বেশ উচ্ছ্বসিত করণ। তিনি জানিয়েছেন, এবারের শো-তে রয়েছে অনেক নতুন কিছু।
শোনা যাচ্ছে, প্রথম এপিসোডে থাকবেন শাহরুখ খান ও আলিয়া ভাট। এর পরের এপিসোডে আসতে পারেন অনিল কাপুর, ঐশ্বর্য রাই, দীপিকা পাডুকোণ, আনুশকাও।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno