দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের উদ্যোগে ‘ফলাফল ভিত্তিক শিক্ষা :: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ অক্টোবর) সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। সেমিনার পরিচালনা করেন, গ্রীণ ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম। সেমিনারে সভাপতিত্ব করেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন।
এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।