আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:০৭

ফেসবুকে এমপি জয়কে হত্যার হুমকি দেয়ায় কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:
dondo
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়কে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে হত্যার হুমকিদাতা সাব্বিরকে(১৫) তথ্যপ্রযুক্তি আইনে দুই বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত বসিয়ে ইউএনও এসএম রফিকুল ইসলাম তাকে এ শাস্তি দেন। সাব্বির উপজেলার প্রতিমাবংকী পাবলিক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রতিমাবংকী গ্রামের শাহীনুর আলমের ছেলে।
সখীপুর থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, দন্ডপ্রাপ্ত সাব্বির সংসদ সদস্যকে হত্যার হুমকি দেয়ার সত্যতা স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার(১৬ সেপ্টেম্বর) সাব্বির তার ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ব্যক্তিগত ফেসবুকের ম্যাসেঞ্জারে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে শুক্রবার রাতেই সংসদ সদস্যের পক্ষে তার ফুফাতো ভাই শিবলি সাদিক বাদি হয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno