আজ- ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ২:২১

বঙ্গবন্ধুসেতুর উপর দুর্ঘটনা ॥ টোল আদায় বন্ধ রাখায় যানজট

 

দৃষ্টি নিউজ:

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধুসেতুর উপর দুর্ঘটনার ফলে টোলপ্লাজায় টোল আদায় বন্ধ থাকায় সেতুর দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে সেতুর ৫নং পিলারের কাছে দুর্ঘটনা ঘটে।

এতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর দুইপাড়ে যানজট লেগেছিল। ফলে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে রাত থেকে সকাল পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

এর প্রভাবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সেতু থেকে এলেঙ্গার পৌলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকাগামী পরিবহনের জট লেগে থাকে।

পরে পুলিশের অক্লান্ত পরিশ্রমের কারণে যান চলাচল স্বাভাবিক হয়। বঙ্গবন্ধুসেতু পূর্ব মহাসড়কের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাসেক বঙ্গবন্ধুসেতু সাইট অফিস কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে একদিকে পরিবহনের ধীরগতি অন্যদিকে সেতুর উপর দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ যানজট ছিল। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ক্ষণে ক্ষণে সেতুর দুইপাড়ের টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রাখা হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত বন্ধ ছিল।

এছাড়া রাতে সেতুর পশ্চিম পাড়ের অংশে ৫নং পিলারের কাছে দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে মহাসড়কে যানচলাচল ধীরগতিতে চলছে। উত্তরবঙ্গগামী পরিবহনের চাপ না থাকলেও ঢাকামুখী পরিবহনের চাপ রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকাগামী পরিবহনগুলো সারারাত সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের দিকে অবস্থান করছিল। এতে সেতু দিয়ে যানচলাচল শুরু হলে ঢাকামুখী পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno