আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৩৬

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজট ॥ থেমে থেমে চলছে গাড়ি

 

দৃষ্টি নিউজ:

JANJOT PIC
বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড় থেকে চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার মহাসড়ক এলাকায় মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) গভীর রাত থেকে বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা  পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। এ সময় থেমে থেমে ঘণ্টায় ২-৩ কিলোমিটার পথ পাড়ি দেয় যানবাহনগুলো। টাঙ্গাইল জেলা পুলিশ, ট্রাফিক ও হাইওয়ে পুলিশের তৎপরতায় দীর্ঘ ১১ ঘণ্টা পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এরশাদুল হক জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা যাচ্ছে। এছাড়া কুরবানির মৌসুমের কারণে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি ট্রাকও ঢাকার দিকে যাচ্ছে। তাই এ সড়কে ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে। ফলে বঙ্গবন্ধুসেতু এলাকা থেকে ঢাকামুখী যাত্রীরা তীব্র যানজটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা পুলিশ, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার এলেঙ্গা ফাঁড়ির ইনচার্র্জ জাহাঙ্গীর আলম বিকাল ৩ টায় জানান, দীর্ঘসময় যানজট থাকার পর এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno