প্রথম পাতা / টপ সংবাদ /
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল অংশে যানজট নেই
By দৃষ্টি টিভি on ১১ সেপ্টেম্বর, ২০১৬ ৬:৫৪ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানজট নেই। তবে চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। গত কয়েক দিনের চেয়ে রোববার(১১ সেপ্টেম্বর) দিনভর স্বস্তিতে ঘরে ফিরেছে যাত্রীরা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ৭ শতাধিক পুলিশ নিরলস কাজ করছে। ১০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার প্রতি মুহুর্ত মহাসড়কের খবরাখবর রাখছেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে টাঙ্গাইলের অংশে কোন যানজট নেই। তবে কিছুটা ধীর গতিতে যানবাহন চলছে। গত কয়েকদিনের চেয়ে গাড়ির চাপ কম হলেও একেবারে স্বাভাবিক নয়। মাঝে-মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। মহাসড়কে মাল বোঝাই ট্রাক চলাচল নিষেধ থাকলেও মালভর্তি ট্রাক চলাচল করতে দেখাগেছে। ঝুঁকি নিয়ে বাসের ছাদে বসেও গন্তব্যে যেতে দেখাগেছে যাত্রী সাধারণকে। খোলা ট্রাকে এবং ট্রাকের ছাদেও ঘরমুখো মানুষের উপস্থিতি দেখা গেছে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে যানজট নেই। তবে যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। গত কয়েকদিনের চেয়ে যানবাহনের চাপ কম, ফলে ঈদে ঘরমুখো মানুষ নিশ্চিন্তে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পাড়ছে।
তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় দুর্ঘটনা হয়েছিল। তখন কিছুটা যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে মহাসড়কে যানজট নেই।
গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আরিফুর ইসলাম জানান, বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল অংশে যানজট নেই। গাজীপুরের চন্দ্রা ও কালিয়াকৈরে কিছুটা যানজট হলেও পুলিশি তৎপরতায় নিরসন করা সম্ভব হচ্ছে। মহাসড়কে বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলে যানজট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানজট নেই। যানবাহনের চাপ রয়েছে। ফলে ধীর গতিতে যানবাহন চলছে। বিভিন্ন পয়েন্টে বসানো ১০টি সিসি ক্যামেরায় তিনি সর্বক্ষণ মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে মহাসড়কে কোন স্থানে যানজট সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে। ফলে ঘরমুখো মানুষের ভোগান্তিও কম হচ্ছে।
তিনি আরো জানান, ঈদ পরবর্তী ৫ দিন যানজট নিরসনে পুলিশ মহাসড়কে বিরতিহীন কাজ করবে। যদি ঈদ পরবর্তী ৫ দিন পরও মহাসড়কে যানজটের সৃষ্টি হয় তাহলে যতক্ষণ পর্যন্ত যানজট থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ মহাসড়ক ছাড়বেনা।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
নাগরপুর চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন
-
ঘাটাইলে বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
-
টাঙ্গাইল চেম্বারের প্রেসিডেন্ট বেনজীর আহমেদ টিটো
-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য আনোয়ারুল আজিম
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ