আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:২৭

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল অংশে যানজট নেই

 

দৃষ্টি নিউজ:

tangail-jan-jot-pic4-11-9-16
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানজট নেই। তবে চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। গত কয়েক দিনের চেয়ে রোববার(১১ সেপ্টেম্বর) দিনভর স্বস্তিতে ঘরে ফিরেছে যাত্রীরা। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ৭ শতাধিক পুলিশ নিরলস কাজ করছে। ১০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসানো হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার প্রতি মুহুর্ত মহাসড়কের খবরাখবর রাখছেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কে টাঙ্গাইলের অংশে কোন যানজট নেই। তবে কিছুটা ধীর গতিতে যানবাহন চলছে। গত কয়েকদিনের চেয়ে গাড়ির চাপ কম হলেও একেবারে স্বাভাবিক নয়। মাঝে-মধ্যে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। মহাসড়কে মাল বোঝাই ট্রাক চলাচল নিষেধ থাকলেও মালভর্তি ট্রাক চলাচল করতে দেখাগেছে। ঝুঁকি নিয়ে বাসের ছাদে বসেও গন্তব্যে যেতে দেখাগেছে যাত্রী সাধারণকে। খোলা ট্রাকে এবং ট্রাকের ছাদেও ঘরমুখো মানুষের উপস্থিতি দেখা গেছে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে যানজট নেই। তবে যানবাহনের কিছুটা ধীর গতি রয়েছে। গত কয়েকদিনের চেয়ে যানবাহনের চাপ কম, ফলে ঈদে ঘরমুখো মানুষ নিশ্চিন্তে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পাড়ছে।
তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় দুর্ঘটনা হয়েছিল। তখন কিছুটা যানজটের সৃষ্টি হয়। এরপর থেকে মহাসড়কে যানজট নেই।
গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আরিফুর ইসলাম জানান, বঙ্গবন্ধুসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল অংশে যানজট নেই। গাজীপুরের চন্দ্রা ও কালিয়াকৈরে কিছুটা যানজট হলেও পুলিশি তৎপরতায় নিরসন করা সম্ভব হচ্ছে। মহাসড়কে বড় ধরণের কোন দুর্ঘটনা না ঘটলে যানজট হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের অংশে যানজট নেই। যানবাহনের চাপ রয়েছে। ফলে ধীর গতিতে যানবাহন চলছে। বিভিন্ন পয়েন্টে বসানো ১০টি সিসি ক্যামেরায় তিনি সর্বক্ষণ মহাসড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে মহাসড়কে কোন স্থানে যানজট সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছে। ফলে ঘরমুখো মানুষের ভোগান্তিও কম হচ্ছে।
তিনি আরো জানান, ঈদ পরবর্তী ৫ দিন যানজট নিরসনে পুলিশ মহাসড়কে বিরতিহীন কাজ করবে। যদি ঈদ পরবর্তী ৫ দিন পরও মহাসড়কে যানজটের সৃষ্টি হয় তাহলে যতক্ষণ পর্যন্ত যানজট থাকবে ততক্ষণ পর্যন্ত পুলিশ মহাসড়ক ছাড়বেনা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno