আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১:৩০
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

বছরজুড়ে এক কোটি মানুষকে টিসিবির খাদ্যপণ্য দেওয়া হবে :: বাণিজ্য প্রতিমন্ত্রী

দৃষ্টি নিউজ:

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, রমজান মাসসহ বছরের ১২ মাসই দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। আমাদের প্রথম কাজ হলো পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা।

সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে- তবে কেউ মজুতদারি করতে পারবে না। শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল ও মানিকগঞ্জের যমুনা তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে জিওব্যাগ ভরাটকাজের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদীপাড়ের মানুষকে রক্ষায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে নদীভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।


উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়