আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:০০

বন্ধুদের খুশি করতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

 

171200drown_kalerkantho_pic

গঙ্গায় নিয়মিতই সাঁতার কাটতো ২৭ বছরের আশিস চৌহান। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইলে ছবি তোলার নেশায় আর বন্ধুদের উস্কানিতে মদ্যপ অবস্থায় গঙ্গা নদীতে ঝাঁপ দেন যুবক। প্রথমে রাজি না হলেও ভারতের হরিদ্বারের গন্ধমিরপুরের বাসিন্দা আশিষ বন্ধুদের খুশি করতে ঝাঁপ দিয়েই দেন গঙ্গা নদীতে। সেই দৃশ্য নিজেদের মোবাইলে রেকর্ডও করেন আশিষের বন্ধুরা। কিন্তু হঠাতই তাঁরা লক্ষ্য করেন, দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তাঁদের বন্ধু গঙ্গা নদী থেকে ডুব দিয়ে আর উঠছেন না। এরপরই তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করে যুবকের খোঁজ শুরু করেন। কিন্তু এখনও তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে, কিন্তু এখনও ডুবুরি নামিয়ে তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অদ্ভূতভাবে আশিষের বাড়ির লোক কোনও নিখোঁজ ডায়েরি করেননি। বরং তাঁরা একটি চিঠি পুলিশকে দিয়েছেন, সেখানে দাবি করা হয়েছে, এটি নিছকই একটি দুর্ঘটনা।আশিষের মৃত্যুর জন্যে কেউ দায়ি নন। সূত্র: এপিবি

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno