প্রথম পাতা / টপ সংবাদ /
বল্লায় কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদকের উপর হামলাকারীরা অধরা!
By দৃষ্টি টিভি on ১৭ ফেব্রুয়ারী, ২০১৭ ৩:০৫ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানের উপর হামলাকারীরা ৯দিনেও গ্রেপ্তার হয়নি। তারা প্রকাশ্যে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
জানাগেছে, বল্লা ইউনিয়নের সিঙ্গাইর জামে মসজিদের সামনে গত ৯ ফেব্রুয়ারি বিকালে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকদের বাকবিতন্ডা হচ্ছিল। জানতে পেরে ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান এগিয়ে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে ঘটনাটি মিমাংসার পর্যায়ে নেন। এ সময় সিঙ্গাইর গ্রামের আবু আইয়ুবের ছেলে আশিকুর রহমান(২৮) তাকে(কামরুল হাসান) কথা আছে বলে ডেকে মসজিদের পিছনে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎপেতে থাকা একই গ্রামের মৌলভীবাড়ির হামিদুল্লাহর ছেলে তুহিন(২৯) দা ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল হাসানের উপর হামলা করে। তারা কামরুল হাসানকে কুপিয়ে আহত করে এবং সাথে থাকা টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে মসজিদের সামনে উপস্থিত সিএনজি শ্রমিক ও স্থানীয় লোকজন কামরুল হাসানকে উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় কামরুল হাসানের বড় ভাই মো. কাওছার আলী পরদিন ১০ ফেব্রুয়ারি বাদী হয়ে কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে পুলিশ গত ১৪ ফেব্রুয়ারি অভিযোগটি এফআইআর হিসেবে গন্য করে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান জানান, অভিযুক্তরা আত্মগোপণে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ, উল্লেখিত অভিযুক্ত আশিকুর রহমানের নামে ধর্ষণ, চাঁদাবাজি, হামলা ও নাশকতার অভিযোগে আরো ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
কোটি টাকা হাতিয়ে আদম বেপারী লাপাত্তা!
-
টাঙ্গাইলের ৮টি আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
-
যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
-
টাঙ্গাইলের ৪টি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
-
টাঙ্গাইল-১, ৫ ও ৬ আসনে লড়ছেন তিন ‘খন্দকার’
-
সারাদেশে ৫.৬ মাত্রার ভূকম্পন
-
সব ওসিকে বদলির নির্দেশ ইসির
-
ভিক্ষুকের মরদেহের পরিচয় চায় পুলিশ
আপডেট পেতে লাইক করুন
