আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৪৫

বল্লায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-81
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা প্রজন্ম প্রতিবন্ধী স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বুধবার(২১ ডিসেম্বর) সকালে কম্বল বিতরণ করা হয়েছে। কলিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন প্রধান অতিথি হিসেবে ওই কম্বল বিতরণ করেন।
বল্লা প্রজন্ম প্রতিবন্ধী স্কুল, করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বল্লা ইউনিয়নের চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দারুল ইসলাম মুহাম্মদীয়া ফাজিল মাদরাসার গভর্নিং বর্ডির সভাপতি ও টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক লায়ন আলহাজ্ব যোনায়েদ হোসেন, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়ার অধ্যক্ষআবদুল মান্নান, প্রজন্ম প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আকবর আলী আসা, ইউপি সদস্য মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিন, ডা. হাসানুজ্জামান, সাংবাদিক আবুল কালাম আজাদ, গৌরাঙ্গ বিশ্বাস, আবু ওমায়েদ প্রমুখ। অনুষ্ঠানে ৪০ জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno